OrdinaryITPostAd

প্লে সামথিং বাটন ইউটিউব এর নতুন চমক

আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ইউটিউব এক বিস্ময়কর সামাজিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এটি গুগল কর্তৃক সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমানে গুগল প্রতিষ্ঠান ইউটিউব ভিডিও প্ল্যাটফর্ম দ্বারা সারা বিশ্বে প্রচুর ভক্ত ও অনুরাগী তৈরি করেছে। বলা যায় এখন পর্যন্ত ইউটিউবের জনপ্রিয়তা সর্বাধিকভাবে পরিগণিত। সম্প্রতি গুগল এই প্রযুক্তিটিতে কিছু নতুনত্ত নিয়ে এসেছে যার নাম প্লে সামথিং বাটন। প্রিয় পাঠক, আমরা আপনাদেরকে আজকের এই আর্টিকেলটির মাধ্যমে ইউটিউবে প্লে সামথিং বাটন কি? সে সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করবো।
পোস্ট সূচিপত্রঃ গুগলের ইউটিউব এক বিস্ময়কর সামাজিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। তবু এই প্ল্যাটফর্ম নিয়ে গুগলের পরীক্ষা নিরীক্ষার কমতি নেই। গুগল তার নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন ফিচার নিয়ে আসে যা ভক্তদের আকর্ষণ করে থাকে। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ইউটিউবে প্রবেশ করে না এমন ব্যক্তি দেখা পাওয়া ভার। ইউটিউব ইউজারদের অভিজ্ঞতাকে আকর্ষণীয় করতে ইউটিউবে নতুন নতুন সংস্করণ করে গুগল কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় গুগল কর্তৃপক্ষ একটি নতুন ফিচার ইউটিউবে সংযোজন করার পরিকল্পনা গ্রহণ করেছে যার নাম হচ্ছে প্লে সামথিং বাটন।

প্লে সামথিং বাটন রহস্য

এই নতুন ফিচারটি মূলত একটি ফ্লোটিং অ্যাকশন বাটন, যা ইউজাররা ইউটিউবের হোমপেজে দেখতে পাবেন। যখন ব্যবহারকারী যে কেউ এই বাটনে ক্লিক করবেন, তাৎক্ষণাত ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে একটি ভিডিও চালু করবে, যা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সাজানো হবে। প্রযুক্তিবিদ ও অ্যানালিটিক্সদের দাবি, এই বাটনের ব্যাকগ্রাউন্ড মূলত কালো হয়ে থাকে। লেখা অর্থাৎ টেক্সটের কালার হয় সাদা। বাটনটির ঠিক উপরিভাগে সাধারণত এটি দৃশ্যমান হয়ে থাকে। বাটনটিতে ক্লিক করা মাত্রই শর্টস প্লেয়ারের আপনার পছন্দের ভিডিওটি শুরু হয়ে যায়।
প্লে সামথিং বাটনটি আপনি চাইলে কনটেন্টও চালাতে পারবেন। যাতে লাইক, কমেন্ট ও শেয়ার বাটন থাকছে। ইউটিউব স্ক্রিনের ঠিক ডান পার্শে আপনি সেটি দেখতে পারবেন। তবে গুগল কর্তৃপক্ষ ইউটিউবের এই ফিচারটি মূলত সেল ফোন ইউজারদের জন্য চমক সৃষ্টি করছেন। জানা যায়, গুগল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শেষ করে শীঘ্রই নতুন এই ফিচারটি ইউটিউব ভক্তদের জন্য প্রকাশ করার প্রয়াস করছে। 

কীভাবে কাজ করে?

  • অ্যালগরিদম ভিত্তিক ভিডিও নির্ণয়: ইউটিউব ব্যবহারকারীর আগের দেখা ভিডিওগুলোর ভিত্তিতে নতুন ভিডিও সাজিয়ে দেখাবে।
  • শর্টস এবং রেগুলার ভিডিও: এটি শুধুমাত্র শর্টস ভিডিও দেখাবে না, বরং পোর্ট্রেট মোডে সাধারণ ভিডিও চালানোরও সুযোগ থাকবে।
  • ইন্টারফেস উন্নয়ন: নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় ভিডিও দেখার অভিজ্ঞতা তৈরি করবে।

কেন এটি গুরুত্বপূর্ণ?

  • ভিডিও খোঁজার ঝামেলা কমাবে: অনেক সময় ব্যবহারকারীরা ঠিক করতে পারেন না কী দেখবেন। এই ফিচারটি তাদের জন্য একটি সহজ সমাধান হবে।
  • এনগেজমেন্ট বাড়াবে: ইউটিউব ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে প্ল্যাটফর্মে ধরে রাখতে পারবে।
  • অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা: আপাতত এই ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য চালু করা হয়েছে।

কবে থেকে পাওয়া যাবে?

এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, তাই এটি সকল ব্যবহারকারীর জন্য এখনই উপলব্ধ নাও হতে পারে। তবে, ইউটিউবের ১৯.৫০ বা পরবর্তী ভার্শন ব্যবহারকারীরা এটি দেখতে পাবেন। গত বছরের অক্টোবর মাসেই ইউটিউব ঘোষণা করে যে, নতুনত্ব অনেক কিছুই ইউটিউবে আসতে চলেছে। যার মধ্যে প্লে লিস্টের থাম্বনেল হতে স্লিপ টাইমার অথবা মিনি প্লেয়ারের মতো নতুন ডিজাইন অনেক কিছুই আছে। এইবার ঐ তালিকায় সংযুক্ত হোল এই বাটন ফিচার। এখন দেখার পালা, কবে এই ফিচারগুলো ইউটিউব কর্তৃপক্ষ সকলের জন্য উম্মুক্ত করে।

ইউটিউবের ক্লিকবেট কনটেন্ট রাশ 

তথ্যমতে এমনও বিষয় জানা গেছে যে, ক্লিকবেট কনটেন্টে রাশ এর বিষয়ে পদক্ষেপ নিচ্ছে ইউটিউব। ইউটিউবের সংস্থার পক্ষ থেকে এতদবিষয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে আনীত এমন সকল কনটেন্টের বিরুদ্ধে এবার যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
জানা যায়, ভারতের ইউটিউব সাইট থেকে সরিয়ে দেওয়া হবে এই সকল ভিডিও। এই বিষয়ে ইউটিউব  এর পক্ষ থেকে জানানো হয়, বহুল কনটেন্ট ক্রিয়েটর নানাবিদ চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহারের মাধ্যমে দর্শকদের রীতিমত আকর্ষণ ক্রিয়েট করেন। প্রস্থুতকৃত ভিডিওতে সেই হেডলিন ও থাম্বনেল জাতীয় কোন প্রকার তথ্য সন্নিবিশিত থাকে না যার কারণে ভিউয়ারসগণ গুরুত্বপূর্ণ তথ্য অনুসন্ধানে এমন কনটেন্টে প্রবেশ করে হতাশ হয়ে বের হয়ে আসতে দেখা যায়। তাইতো ইউটিউব কর্তৃপক্ষ ভক্তঅনুরাগীদের এমনভাবে বোকা বানানোর কুটকৌশল থেকে সকলকে মুক্তি দিতে কার্যকরী ও যুগান্তকারী পদক্ষেপ।

প্রিয় পাঠক, আমরা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে প্লে সামথিং বাটন ইউটিউব এর নতুন চমক সম্পর্কে বিস্তারিত ধারণা পেলাম। আজকের আর্টিকেলটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে সময় দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে এমনই জ্ঞান ভিত্তিক আর্টিকেল নিয়ে আপনাদের সামনে আবারো হাজির হওয়ার প্রত্যয় ব্যক্ত করে আজকের মত বিদায় নিলাম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪