গ্রাফিক্স ডিজাইনিং-এ বিষ্ময়কর ক্যানভা
যুগ যতই আধুনিক হচ্ছে আমরা দিনে দিনে গ্রাফিক্স প্রোগ্রামিং এর উপর আসক্ত হয়ে পরছি। তাইতো ভোক্তদের একটি বিরাট অংশ গ্রাফিক্স প্রোগ্রামিং এর প্রতি আকর্ষণের কমতি নেই। যার কারণে সফটওয়্যার নির্মাতারা এর প্রয়োজনীয়তার কথা চিন্তা করে গ্রাফিক্স পারদর্শীদের জন্য বিভিন্ন ভার্শনের সফটওয়্যার বাজারে নিয়ে এসেছে। একবিঙ্কশ শতাব্দীর যুগে গ্রাফিক্স ডিজাইনিং প্লাটফর্মে বিভিন্ন প্রকার পরিবর্তন ঘটেছে। যার মধ্যে অন্যতম সফটওয়্যার হল ক্যানভা। বিশেষ করে, গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এক বিস্ময়কর হল ক্যানভা যা বর্তমান বিশ্বে ব্যপকভাবে এর পরিচিত লাভ করেছে। প্রিয় পাঠক, আমরা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনিং-এ বিষ্ময়কর ক্যানভা সম্পর্কে বিস্তারিত জানবো।
পোস্ট সূচিপত্রঃআধুনিক প্রযুক্তির যুগে ক্যানভা এক বিস্ময়কর নাম। এটি মুলত একটি ওয়েবভিত্তিক গ্রাফিক্স ডিজাইনিং প্লাটফর্ম। বর্তমানে বিভিন্ন প্রকারের গ্রাফিক্স ডিজাইনিং প্লাটফর্ম রয়েছে তাদের মধ্যে ক্যানভা জনপ্রিয়তার শীর্ষে। একময় অফলাইনে আমরা গ্রাফিক্স ডিজাইনিং কাজে অব্যস্থ ছিলাম। বর্তমানে অনলাইন ভিত্তিক অনেক অ্যাপস এর প্রচলন থাকায় এর চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে, ফ্রিল্যান্সিং ব্যবসার প্রসার বিশ্বজুড়ে দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় গ্রাফিক্স ডিজাইনিং এর উপর মানুষের আগ্রহের কমতি নেই।
আরও পড়ুনঃ অনলাইন মার্কেটে প্রতারণার প্রভাব
ক্যানভার অধিগ্রহণ
জানা যায়, যুক্তরাজ্যের ক্রিয়েটিভ সফটওয়্যার প্লাটফর্ম অ্যাফিনিটিকে অধিগ্রহণ করেছে এই প্লাটফর্মটি। অধিগ্রহণ চুক্তির দ্বারা ক্যানভা এখন থেকে অ্যাফিনিটি ডিজাইনার, ফটো ও পাবলিশার সফটওয়্যারের মালিকানা প্রাপ্ত হয়েছে। যার দরুন, ক্যানভা ডিজিটাল গ্রাফিক্স ডিজাইনিং শিল্পে নিজেদেরকে প্রতিযোগি হয়ে শক্তিশালী অবস্থানে গড়ে তুলবে এমনটি আশা প্রকাশ করছে প্রযুক্তিবিদরা।
ক্যানভার ডিজাইন প্লাটফর্মে পেশাদার ও অপেশাদার ডিজাইনারদের ঝোঁক
অধিগ্রহণ দ্বারা ক্যানভা তার নিজস্ব প্লাটফর্মে আরো ক্রিয়েটিভ পেশাদারদের আকৃষ্ট করার কাজটি প্রতিনিয়তই করে যাচ্ছে। আনুমানিক ২০২৩ সালের জানুয়ারি মাস নাগাদ ক্যানভার ডিজাইন প্লাটফর্মে সমগ্র পৃথিবীতে মান্থলি প্রায় সতের কোটি ব্যবহারকারী ছিল, যা বর্তমানে এর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি, এক বিবৃতিতে ক্যানভা প্রতিষ্ঠানটি জানায়, আমরা গত এক দশকে অপেশাদার গ্রাফিক ডিজাইনারদের জন্য সহজ প্লাটফর্ম তৈরিতে কাজ করে আসছিলাম। এবার পেশাদার গ্রাফিক ডিজাইনারদেরও অন্তর্ভুক্ত করার চেষ্টার লক্ষ্যে অ্যাফিনিটির সঙ্গে যুক্ত হয়েছি আমরা।
ক্যানভার তথ্যানুসারে জানা যায়, অ্যাফিনিটির সমগ্র বিশ্বে ৩০ লাখ এর চেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে। অ্যাডোবির বিকল্প হিসেবে এর সফটওয়্যার বা পরিষেবাগুলো ব্যবহারকারীদের নিকট অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যানভার সহপ্রতিষ্ঠাতা ক্যামেরন অ্যাডামস জানান, আপাতত ক্যানভার প্লাটফর্ম থেকে অ্যাফিনিটি সফটওয়্যার আলাদা থাকলেও পরে তা যুক্ত করা হবে।
প্রিয় পাঠক, আমরা আজকের আর্টিকেলটির মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনিং-এ বিষ্ময়কর ক্যানভা সম্পর্কে বিস্তারিত ধারনা পেলাম। আজকের এই আর্টিকেলটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে সময় দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।
comment url