"আলোকবর্ষ" কি? কি তার পরিচয়!!
"আলোকবর্ষ" কি? কি তার পরিচয়!!
প্রিয় পাঠক, আপনাদের আজকে আলোকবর্ষ কি, কি তার পরিচয় সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য আজকের এই কনটেন্টটি লেখা হয়েছে। অনুগ্রহ করে কনটেন্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আপনারা অনেকাংশে ধারণা পেতে পারেন। আমরা এই কন্টেন্টটির মাধ্যমে আপনাদেরকে আলোকবর্ষ সম্পর্কে বিশদভাবেভাবে জানানোর চেষ্টা করব। চলুন আমরা শুরু করি।
সূচিপত্র:-
১। আলোকবর্ষ কি?
২। আলোকবর্ষের কাজ কি?
৩। আলোকবর্ষ কিভাবে পরিমাপ করা হয়।
আলোকবর্ষ কি?
আলোকবর্ষ হল জ্যোতির্বিজ্ঞানে দূরত্ব পরিমাপের একক। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে এটি একটি দৈর্ঘ্য পরিমাপের একক যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এই এককের ইংরেজি আভিধানিক অর্থ-Light-Year। সুতরাং এককটির পরিমাপ আলো এবং বর্ষের সাথে সম্পর্কিত। সুপ্রাচীন কাল থেকে জ্যোতির্বিজ্ঞানীরা আলোকবর্ষ দ্বারা জ্যোতিষ বিষয়ক কার্যক্রম করে থাকেন। বর্তমানেও এই আলোকবর্ষ পরিমাপক যন্ত্রটি ব্যাপকভাবে এখনো প্রচলিত।
আলোকবর্ষের কাজ কি?
আলোকবর্ষ (light-year, lightyear, ly) একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোকবর্ষ সমান ৯.৪৬ কিঃমিঃ ট্রিলিয়ন বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়ন (আইএইউ) সংস্থার মতে- আলোকবর্ষ হলো এক জুলীয় বছরে (৩৬৫.২৫ দিন) শূন্য মাধ্যমে আলো যত দূর দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব। বর্ষ শব্দটি যুক্ত হওয়ায় দৈর্ঘ্যের এই এককটি মাঝে মধ্য়ে একক হিসেবে ভুল করা হয়, কারণ বর্ষ বা বছর হলো এক প্রকার সময়ের একক। তাই আলোকবর্ষ এর কাজ ও আলোকবর্ষ এর নামের যে মিশ্রণ ও যৌক্তিকতা তাই স্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে।
আলোকবর্ষ কিভাবে পরিমাপ করা হয়
এক আলোকবর্ষ বলতে আমরা সাধারণত বুঝে থাকি, একটি বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। যদি সেটা মধ্যবর্তী হয় তাহলে আমরা ধরে নিতে পারি সেটি অর্ধবর্ষ। এককটির দূরত্ব কেমন হবে তা আমাদের কল্পনাও করা সম্ভবপর নয়। নিম্নে গাণিতিকভাবে তুলে ধরা হল-
আমরা জানি,
১ বছর = ৩৬৫ দিন
= ৩৬৫ x ২৪ ঘণ্টা
= ৩৬৫ x ২৪ x ৬০ মিঃ
= ৩৬৫ x ২৪ x ৬০ x ৬০ সেঃ
= ৩১৫৩৬০০০ সেঃ
অর্থাৎ,
১ বছর = ৩১৫৩৬০০০ সেকেন্ড
আমরা মনে করি,
আলো ১ সেঃ অতিক্রম করে ৩ x ১০^৮ মিটার বা ৩০০০০০০০০ মিটার (প্রায়)
অতএব, আলো ১ বছর বা ৩১৫৩৬০০০ সেঃ অতিক্রম করে = (৩০০০০০০০০ x ৩১৫৩৬০০০) মিটার (প্রায়)
= ৯৪৬০৮০০০০০০০০০০০ মিটার বা ৯.৪৬১ x ১০^১৫ মিটার (প্রায়)
= ৯,৪৬০,৮০০,০০০,০০০ কিঃ মিঃ (প্রায়)
= ৯.৪৬ ট্রিলিয়ন কিঃ মিঃ (প্রায়)
= ৫.৮৮ ট্রিলিয়ন মাইল (প্রায়)
অর্থাৎ,
১ আলোকবর্ষ = ৯.৪৬ ট্রিলিয়ন কিঃ মিঃ প্রায় ও ৫.৮৮ ট্রিলিয়ন মাইল প্রায়।
অতএব, আলো ১ বছরে ৯.৪৬ ট্রিলিয়ন কিঃ মিঃ বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল দূরত্ব অতিক্রম করে। আর এই দূরত্বকেই এক আলোকবর্ষ বলে।
আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।
comment url