পানিবাহিত রোগ মনে রাখার উপায়
আপনারা অনেকেই পানিবাহিত রোগ মনে রাখার উপায় গুলো জানতে চেয়েছেন। যারা পানিবাহিত রোগ মনে রাখার উপায় গুলো জানতে চেয়েছেন তারা এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ুন। কেননা এই আর্টিকেলে আপনাকে বলা হবে পানিবাহিত রোগ মনে রাখার উপায় বা পানিবাহিত রোগ মনে রাখার কৌশল।
পোস্টসূচিপত্রঃচলুন তাহলে দেখে নেই পানিবাহিত রোগ মনে রাখার উপায় বা পানিবাহিত রোগ মনে রাখার কৌশল গুলো কী। পানিবাহিত রোগ মনে রাখার উপায় বা পানিবাহিত রোগ মনে রাখার কৌশল ছাড়াও আপনাকে আরো বলা হবে পানিবাহিত রোগ প্রতিকারের উপায়, পানি বাহিত রোগ কোনটি, ৫ টি পানিবাহিত রোগের নাম, পানিবাহিত রোগ গুলো কি কি, পানিবাহিত ৩ টি রোগের নাম, পানিবাহিত রোগের লক্ষণ। পানিবাহিত রোগ গুলো কি কি তা জানতে আমাদের সাথেই থাকুন।
পানিবাহিত রোগ গুলো কি কি ও পানি বাহিত রোগ কোনটি
দূষিত পানি পান বা ব্যবহারের মাধ্যমে যে রোগ হয়ে থাকে তাকেই পানিবাহিত রোগ বলে। আমাদের দেশে প্রায় হাজার হাজার মানুষ এই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। অনেকেই জানেন না পানিবাহিত রোগ গুলো কি কি ও পানি বাহিত রোগ কোনটি। যারা জানতে চেয়েছেন পানিবাহিত রোগ গুলো কি কি ও পানি বাহিত রোগ কোনটি। তারা এই ধাপে দেখে নিন পানিবাহিত রোগ গুলো কি কি ও পানি বাহিত রোগ কোনটি। পানিবাহিত রোগ গুলো কি কি ও পানি বাহিত রোগ কোনটি:
- ডায়রিয়া
- আমাশয়
- জন্ডিস
- টাইফয়েড
- হেপাটাইটিস এ ও ই
- কলেরা
- জিয়ার্ডিয়াসিস
- পোলিও
- খুজলি - পাচড়া
আরো পড়ুন: বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ প্রতিপাদ্য - ডায়াবেটিস দিবস কর্মসূচি
এ সকল রোগের জীবাণু পানিতে বাস করে। পানিবাহিত রোগ গুলো কি কি ও পানি বাহিত রোগ কোনটি তা আপনাকে এতক্ষনে বলা হয়েছে। আশাকরি আপনি জানতে পেরেছেন পানি বাহিত রোগ কোনটি ও পানিবাহিত রোগ গুলো কি কি।
পরীক্ষায় অনেক সময় নৈর্ব্যত্তিক আসে যে পানি বাহিত রোগ কোনটি। পানি বাহিত রোগ কোনটি বা পানিবাহিত রোগ গুলো কি কি তা আপনার জানা থাকলে আপনি লিখতে পারবেন যে পানি বাহিত রোগ কোনটি বা পানিবাহিত রোগ গুলো কি কি। পানি বাহিত রোগ কোনটি বা পানিবাহিত রোগ গুলো কি কি তা ছাড়াও আরো জানতে পারবেন পানিবাহিত ৩ টি রোগের নাম, ৫ টি পানিবাহিত রোগের নাম, পানিবাহিত রোগের লক্ষণ।
পানিবাহিত ৩ টি রোগের নাম
প্রায় ই দেখা যায় বাচ্চাদের স্কুলের পরীক্ষায় প্রশ্ন আসে পানিবাহিত ৩ টি রোগের নাম। যেসব বাচ্চারা পানিবাহিত ৩ টি রোগের নাম খুঁজে পায় না। তারা গুগলে পানিবাহিত ৩ টি রোগের নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবে। এই আর্টিকেলের মাধ্যমে আমি এখন বলবো পানিবাহিত ৩ টি রোগের নাম। যারা পানিবাহিত ৩ টি রোগের নাম জানতে চেয়েছেন তারা এখান থেকে দেখে নিন। চলুন তাহলে আর দেরি না করে পানিবাহিত ৩ টি রোগের নাম দেখে নেই। পানিবাহিত ৩ টি রোগের নাম:
- কলেরা
- ডায়রিয়া
- আমাশয়
আরো পড়ুন: সকালে ব্যায়াম করার ১০টি উপকারিতা - সকালে ব্যায়াম করার ১০ নিয়ম
পানিবাহিত ৩ টি রোগের নাম আশাকরি আপনি জানতে পেরেছেন। এরপর জানতে পারবেন ৫ টি পানিবাহিত রোগের নাম, পানিবাহিত রোগের লক্ষণ।
৫ টি পানিবাহিত রোগের নাম
পানিবাহিত ৩ টি রোগের নাম ছাড়াও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ৫ টি পানিবাহিত রোগের নাম লিখ। আবার অনেক সময় ছোট বাচ্চাদের মৌখিক পরীক্ষায় আসে ৫ টি পানিবাহিত রোগের নাম বলো। যারা ৫ টি পানিবাহিত রোগের নাম জানতে চেয়েছেন তারা এখান থেকে দেখে নিন। কারণ এখন আমি বলবো ৫ টি পানিবাহিত রোগের নাম। চলুন তাহলে দেখে নেই ৫ টি পানিবাহিত রোগের নাম কী কী। ৫ টি পানিবাহিত রোগের নাম:
- হেপাটাইটিস এ ও ই
- কলেরা
- জিয়ার্ডিয়াসিস
- পোলিও
- খুজলি - পাচড়া
আরো পড়ুন: কোন ভিটামিন কি কাজ করে? - সকল ভিটামিনের ৫০+ কার্যকারিতা
৫ টি পানিবাহিত রোগের নাম আশাকরি জানতে পেরেছেন। ৫ টি পানিবাহিত রোগের নাম ছাড়াও পরবর্তীতে জানতে পারবেন পানিবাহিত রোগ মনে রাখার কৌশল, পানিবাহিত রোগ প্রতিকারের উপায়, পানিবাহিত রোগের লক্ষণ। পানিবাহিত রোগ মনে রাখার কৌশল ও পানিবাহিত রোগ প্রতিকারের উপায়, পানিবাহিত রোগের লক্ষণ জানতে আমাদের সাথেই থাকুন।
পানিবাহিত রোগ মনে রাখার উপায় বা পানিবাহিত রোগ মনে রাখার কৌশল
প্রায় ই দেখা যায় আমরা কোনো কিছু মুখস্থ করলে তা কিছু দিন পর ভুলে যাই। পরে আবার সেটা নতুন করে মুখস্থ করতে হয়। যা খুবই ঝামেলাদায়ক। আবার অনেক সময় পরীক্ষার আগে আগে মুখস্থ করলেও দেখা যায় পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই। এই জন্য কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হয়। বিভিন্ন কৌশল অবলম্বন করে কোনো কিছু মুখস্থ করলে সহজে ভুলে যেতে হয় না।
এজন্য আজকে আমি পানিবাহিত রোগ মনে রাখার উপায় বা পানিবাহিত রোগ মনে রাখার কৌশল কি বলবো। যারা পানিবাহিত রোগ মনে রাখার উপায় বা পানিবাহিত রোগ মনে রাখার কৌশল জানতে চেয়েছেন তারা এখান থেকে দেখে নিন পানিবাহিত রোগ মনে রাখার উপায় বা পানিবাহিত রোগ মনে রাখার কৌশল টি কী। চলুন তাহলে দেখে নেওয়া যাক পানিবাহিত রোগ মনে রাখার উপায় বা পানিবাহিত রোগ মনে রাখার কৌশল টি কী।
ডালিম, আম, কলা হেপা পেলো খুজলি পাচড়ার থেকে
- ডালিম - ডায়রিয়া
- আম - আমাশয়
- কলা - কলেরা
- হেপা - হেপাটাইটিস এ ও ই
- পেলো - পোলিও
- খুজলি পাচড়ার - খুজলি পাচড়া
পানিবাহিত রোগ মনে রাখার কৌশল টি আপনাকে এতক্ষণ বলা হয়েছে। পানিবাহিত রোগ মনে রাখার কৌশল টি কী আশাকরি তা জানতে পেরেছেন। এরপর আরো জানতে পারবেন পানিবাহিত রোগ প্রতিকারের উপায়, পানিবাহিত রোগের লক্ষণ।
পানিবাহিত রোগের লক্ষণ
পানিবাহিত রোগের লক্ষণ গুলো বেশিরভাগ ক্ষেত্রেই এক ই থাকে। গুলো সবার ই জানা উচিত। পানিবাহিত রোগের লক্ষণ গুলো জানা থাকলে পানিবাহিত রোগ হলে খুব সহজেই বোঝা যাবে। এজন্য আমাদের প্রত্যেকের ই পানিবাহিত রোগের লক্ষণ গুলো জানতে হবে। এই ধাপে পানিবাহিত রোগের লক্ষণ গুলো বলা হবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই পানিবাহিত রোগের লক্ষণ গুলো কী। পানিবাহিত রোগের লক্ষণ:
- পাতলা পায়খানা
- বমি
- জ্বর
- পেটে ব্যথা
- চর্মরোগ হলে হাত পায়ে বীচি ওঠা ও চুলকানি
পরবর্তী ধাপে জানতে পারবেন পানিবাহিত রোগ প্রতিকারের উপায় কী। পানিবাহিত রোগ প্রতিকারের উপায় জানতে আমাদের সাথেই থাকুন।
পানিবাহিত রোগ প্রতিকারের উপায়
পানিবাহিত রোগ প্রতিকারের উপায় গুলো জেনে নিলে আপনি খুব সহজেই পানিবাহিত রোগ প্রতিকার করতে সক্ষম হবেন। আমাদের প্রত্যেকের ই পানিবাহিত রোগ প্রতিকারের উপায় গুলো জানতে হবে। চলুন তাহলে দেখে নেই পানিবাহিত রোগ প্রতিকারের উপায় গুলো কী। পানিবাহিত রোগ প্রতিকারের উপায়:
- রোগীর বয়স ৬ বছরের বেশি হলে প্রতিবার পায়খানা বা বমির পরে যতটুকু পরিমাণে পায়খানা বা বমি হয়েছে ততটুকু পরিমাণে স্যালাইন, ভাবের পানি বা চালের স্যালাইন খাওয়াতে হবে।
- অন্যান্য খাবার গুলো স্বাভাবিক ভাবে খেলেই হবে।
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করাতে হবে।
শেষ কথা: পানিবাহিত রোগ মনে রাখার উপায়
বন্ধুরা এই ছিল আমাদের আজকের আর্টিকেল। এই আর্টিকেলে পানিবাহিত রোগ মনে রাখার উপায় বা পানিবাহিত রোগ মনে রাখার কৌশল ছাড়াও আপনাকে আরো বলা হয়েছে পানিবাহিত রোগ প্রতিকারের উপায়, পানি বাহিত রোগ কোনটি, ৫ টি পানিবাহিত রোগের নাম, পানিবাহিত রোগ গুলো কি কি, পানিবাহিত ৩ টি রোগের নাম, পানিবাহিত রোগের লক্ষণ সম্পর্কে।
আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন পানিবাহিত রোগ মনে রাখার কৌশল, পানিবাহিত রোগ প্রতিকারের উপায়, পানি বাহিত রোগ কোনটি, ৫ টি পানিবাহিত রোগের নাম, পানিবাহিত রোগ গুলো কি কি, পানিবাহিত ৩ টি রোগের নাম, পানিবাহিত রোগের লক্ষণ সম্পর্কে। আমাদের আজকের আর্টিকেল টি এই পর্যন্তই। ধন্যবাদ।
আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।
comment url